টেস্ট দিয়ে যখন টি-টোয়েন্টির ‘টেস্টিং

টি-টোয়েন্টির অনুশীলন সারতেই শেষ টেস্টে ডাকা হয়েছিল সাব্বিরকে।
১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।  সিরিজের দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং করেছে বাংলাদেশের সব ব্যাটসম্যানই।টেস্ট মানে কী? অভিধান জানাচ্ছে পরখ করে দেখা।

স্কুলজীবনে টেস্ট শব্দটার একটা বিশেষ মানে ছিল। তখন টেস্ট বলতে একটা জিনিসই বোঝানো হতো, এসএসসি পরীক্ষা দেওয়ার টিকিট। ওতে পাস-ফেলেই নির্ধারিত হতো আসল পরীক্ষায় বসা হবে কার! বাংলাদেশি মানেই হয়তো তাই ভেবে নেন, টেস্ট মানে হলো আসল পরীক্ষার আগের ধাপ। অতটা গুরুত্ব না দিলেও চলে, আসল ব্যাপার তো পরে!
মিনহাজুল আবেদীন তো বাংলাদেশিই, তাঁর পাসপোর্টের রংটাও নিশ্চয় সবুজ। তো অমন চিন্তা তাঁর মাথায়ও নিশ্চয় খেলা করে। টেস্ট ক্রিকেটটাও তাই তাঁর কাছে পরখ করবার ব্যাপার। আসল ক্রিকেট তো টি-টোয়েন্টি। সপ্তাহের শেষ দিকে সেই ‘মহাগুরুত্বপূর্ণ’ টি-টোয়েন্টি সিরিজ। তাই টেস্ট দিয়েই খেলোয়াড় পরখ করতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক।
টেস্ট দিয়ে টি-টোয়েন্টির ব্যাটসম্যান পরখ! ভাবছেন, মশকরা চলছে? নারে, ভাই। অমন মশকরা করা কি সবার পক্ষে সম্ভব! মিনহাজুল নিজেই বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজে ওকে (সাব্বির) নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ওর তো অনুশীলনও দরকার। তাকে যদি কোথাও না রাখি, তাহলে তো অনুশীলনের সুবিধাও পাবে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment