ডুবছে গ্রামের পর গ্রাম

পানিবন্দিদের দুর্দশা বাড়ছে

তীব্র স্রোতে এখনও ডুবছে একের পর এক লোকালয়। ভেসে গেছে বাড়িঘর, স্কুল, ফসলি জমি। সব হারিয়ে দিশেহারা বানভাসিরা। টানা দেড় মাসের বন্যায় নাকাল ১৮টি জেলার মানুষ। আয় রোজগার না থাকায় দেখা দিয়েছে খাবারের সঙ্কট। এমন পরিস্থিতিতেও দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত সরাকারি ত্রাণ। তীব্র স্রোতে এখনো লোকালয়ে ঢুকছে পানি। বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। তীব্র হচ্ছে মানুষের দুর্ভোগের মাত্রাও। জামালপুররের ইসলামপুরের ৭০ বছরের বৃদ্ধা অমিছা বেগম চরম দুশ্চিন্তায় ঠায় বসে আচেন রাস্তায়। জামালপুরে বন্যার চিত্র আরো ভয়াভয় হচ্ছে। বাড়িরঘর রাস্তা ঘাট তলিয়ে আছে পানির নিছে। গবাদিপশু নিয়ে রাস্তার পাশে ও কেন্দ্রগুলোতে…

বিস্তারিত