ডেনমার্কে ধরাশায়ী বেনজেমারা, ২৫ বছরের খরা কাটাল নেদারল্যান্ডস

ডেনমার্কে ধরাশায়ী বেনজেমারা, ২৫ বছরের খরা কাটাল নেদারল্যান্ডস

নেশনস লিগে ‘অঘটনের’ এক রাতের সাক্ষী হলেন ফুটবলপ্রেমীরা। বিশ্ব চ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের শিরোপাধারী ফ্রান্সকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে দলটির বিপক্ষে ২৫ বছরের জয়খরা কাটিয়েছে নেদারল্যান্ডস। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে অস্ট্রিয়ার কোচ হিসেবে শুভসূচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ রালফ রায়নিক। এই তো দিনকয়েক আগেই স্তাদ দো ফ্রান্সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়োৎসব করেছিলেন করিম বেনজেমা। তবে কয়েকদিনের ব্যবধানে সেই মাঠেই হারের মুখ দেখতে হল তাকে। ডেনমার্কের বিপক্ষে গোল করেও দেশকে জেতাতে পারলেন না। ডেনমার্কের কাছে ঘরের মাঠে…

বিস্তারিত

ডেনমার্কের স্কুল শিক্ষকদের বেতন শুরুতেই চার লাখ, বিশ্ববিদ্যালয়ে ৭ লাখ

ডেনমার্কের স্কুল শিক্ষকদের বেতন শুরুতেই চার লাখ, বিশ্ববিদ্যালয়ে ৭ লাখ

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)         উত্তর ইউরোপের দেশ ডেনমার্ক। দেশটির অবস্থান স্ক্যান্ডিনেভিয়ান নর্ডিক দেশগুলোর মধ্যে সর্ব দক্ষিণে। ডেনমার্কের মূল ভূ-খন্ডের আয়তন ৪২ হাজার ৯২৪ বর্গ কিলোমিটার।  ডেনমার্কের অফিসিয়াল নাম ‘কিংডম অফ ডেনমার্ক’ যা মধ্যে ফারো আইল্যান্ড এবং আইসল্যান্ড অন্তর্ভূক্ত। কিংডম অফ ডেনমার্কের আয়তন ২,২১০,৫৭৯ বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে কিংডম অব ডেনমার্ক বিশ্বের ১২ তম বৃহৎ রাষ্ট্র। ডেনমার্কের জনসংখ্যা ৬০ লাখ।  ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিস। তবে এখানকার মানুষ ইংরেজি ভাষায়ও পারদর্শী। প্রায় ৮৬ শতাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারে। তবে ডেনিস স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখা বাধ্যতামূলক।  ২০০৮ সালে প্রকাশিত জাতিসংঘ মনব উন্নয়ন সূচক (হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স -এইচডিআই)  অনুসারে ২০১৩ সালে শিক্ষা ক্ষেত্রে ডেনমার্কের পয়েন্ট ০.৮৭৩। এই হিসেবে শিক্ষাক্ষেত্রে ডেনমার্কের অবস্থান অষ্ট্রেলিয়া, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের ঠিক পরেই। শিক্ষা ক্ষেত্রে ডেনমার্ক তাদের জিডিপির ৭.৮২ শতাংশ ব্যয় করে থাকে যা ইউরোপে অন্যতম সর্বোচ্চ।   ১৮৪৯ খ্রিষ্টাব্দ থেকে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত থাকা ডেনমার্ক শান্তিপ্রিয় একটি দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর সদস্যদেশ ডেনমার্ক জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। ইইউ এর সদস্য হলেও ডেনমার্ক তাদের নিজস্ব মূদ্রা ডেনিস ক্রোনা ধরে রেখেছে। ডেনমার্ক বিশ্বের অন্যতম সেরা অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নত দেশ। এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত।  শিক্ষা, স্বাস্থ্য সেবা, গণতন্ত্র, এলজিবিটি ইক্যুয়ালিটি, সমৃদ্ধি ও মানব উন্নয়ন সূচকে ডেনমার্কের অবস্থান বিশ্বের মাঝে অন্যতম শীর্ষস্থানীয়।  ডেনিসরা শিক্ষাকে ভীষণ গুরুত্ব প্রদান করে থাকে। ডেনমার্কের স্কুলগুলো মিনিস্ট্রি অফ চিনড্রেন অ্যান্ড এডুকেশন দ্বারা পরিচালিত হয়। এখানে ১৫/১৬ বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের কোন খরচ করচে করতে হয় না।   এখানকার শিশুরা ফোকস্কুলে (পাবলিক স্কুল) প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকে। ডেনমার্কে পাবলিক স্কুলের পাশাপাশি ঐতিহ্যবাহী প্রাইভেট স্কুলও রয়েছে। প্রায় ১৫.৬ শতাংশ শিশু এসব প্রাইভেট স্কুলে পড়াশোনা করে থাকে।   ডেনমার্কের শিক্ষা ব্যবস্থায় কয়েকটি স্তর রয়েছে। এখানকার ৯৮ শতাংশ শিশু ৩ বছর বয়সের মধ্যে পাবলিক কিন্ডার গার্টেনে যায়। এ সময় শিশুরা খেলাধূলার মাধ্যমে শিক্ষা লাভ করে থাকে।  শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্য উপযুক্ত বয়স ৫-৬ বছর। শিশুদের শিক্ষার জন্য রয়েছে ৩ টি স্তর। প্রি-স্কুল, প্রাইমারি স্কুল এবং লোয়ার সেকেন্ডারি স্কুল।   প্রাইমারি স্কুলগুলোতে শিশুদের ডেনিস ভাষা, ইংরেজি ভাষা, গণিত, ইতিহাস, ধর্ম ও দর্শন, সংগীত ও চিত্রকলা সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়।  শিশুরা নিম্ন মাধ্যমিক স্তরে উঠলে এর সাথে যুক্ত হয় সামাজিক বিজ্ঞান, ভূগোল, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান।  এসবের পাশাপাশি ৭ম থেমে ৯ম গ্রেডের শিশুদের কাঠের কাজ, মেটাল ওয়ার্ক এবং রান্না শিখতে হয়। ডেনিস শিক্ষা ব্যবস্থা অত্যন্ত জীবন ঘনিষ্ট।  এসব বিষয়ের পাশাপাশি ট্রাফিক সেফটি, সেক্স এজুকেশন অ্যান্ড ফ্যামিলি প্ল­ানিং এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে শিক্ষা দেয়া হয়।  ডেনমার্কে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে। এ ধররে স্কুলগুলোকে জিমনেশিয়াম বলো।  এই পর্যায়ে শিক্ষার্থীরা ট্রাডিশনাল শিক্ষা কিংবা ভোকেশনাল শিক্ষার মাঝে একটিকে বেছে নিতে পারে। শিক্ষার এই স্তরে আছে ৩ টি ভাগ।  দ্য হাইয়ার প্রিপারেটরি এক্সামিনেশন প্রোগ্রাম বা জেনারেল আপার সেকেন্ডারি এক্সামিনেশন, হাইয়ার কমার্শিয়াল এক্সামিনেশন প্রোগ্রাম এবং হাইয়ার টেকনিক্যাল এক্সামিনেশন প্রোগ্রাম।  জেনারেল আপার সেকেন্ডারি এক্সামিনেশনের পর শিক্ষার্থীরা সরাসরি উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ভর্তির জন্য উপযুক্ত হয়।  হাইয়ার কমার্শিয়াল এক্সামিনেশন প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা জেনারেল সাবজেক্টের পাশাপাশি টেকনিক্যাল বিষয়ের উপর পাঠ নেয়। এটি মূলত একটি সমন্বিত প্রোগ্রাম। যে সব শিক্ষার্থী বিজনেস স্কুলগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তারা এই প্রোগ্রামের আওতায় মেট্রিকুলেশন করে থাকে।  এখানে শিক্ষার্থীরা ভাষা, গণিতের পাশাপাপাশি ব্যবসায় অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য, ইতিহাস, অর্থায়ন ইত্যাদি পাঠ করে। অন্যদিকে হাইয়ার টেকনিক্যাল এক্সামিনেশন প্রোগ্রাম সম্পূর্ণ টেকনিক্যাল কলেজ বেসড। এখানে শিক্ষার্থীরা ভাষা ও গণিতের পাশাপাশি ইনফরমেশন টেকনোলজি, টেকনিক্যাল এডুকেশন ইত্যাদির ওপর পাঠ দেওয়া হয়।  উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডেনমার্কে বিভিন্ন ধরণের কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বিজনেস একাডেমি। ডেনমার্কে সমুদ্র বিদ্যার বিশেষ কদর রয়েছে। ফলে এখানে অনেকগুলো মেরিটাইম একাডেমি আছে।

বিস্তারিত