তামিমে লাভ, তামিমেই ক্ষতি!

তামিমে লাভ, তামিমেই ক্ষতি!

‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ লাকি আখন্দের জনপ্রিয় এই গানের সাথে কি কোনো কিছুর মিল পাচ্ছেন? ভেবে দেখুন তো বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কি কোনো মিল এই লাইনটার। অবশ্য নাও মিল পেতে পারেন তবে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা কিন্তু শেষ। ঘোষিত দলে সুযোগ পাননি খান সাহেব।   এখন কোনো কিছুর মাধ্যমে দর্শকরা হাজার ডাকলেও আর তামিমকে ফেরানো যাবে না। বুধবার ভারতে যাওয়ার বিমানে বিকেল ৪টায় দেশ ছাড়বে টাইগাররা। সেই বিমানে তো যাওয়ার কথা ছিল দেশসেরা ওপেনারেরও। তবে কি থেকে কি হয়ে গেল যে বিশ্বকাপ থেকেই বাদ গেলেন…

বিস্তারিত