দিনাজপুরের সাঁওতাল আদিবাসীদের জীবনচিত্র

দিনাজপুরের সাঁওতাল আদিবাসীদের জীবনচিত্র

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ ১৮৫৫ সালের ৩০শে জুন! ইংরেজ শাসন, জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে হঠাৎ আগুন জ্বলে উঠে বীরভূমির মাটিতে। নেহায়েত দেশিও অস্ত্র নিয়ে আধুনিক বন্দুক-কামানের মুখোমুখি হয়েও কাঁপিয়ে দিলো ব্রিটিশ মসনদ। সিধু,কানু,চান্দু ও ভৈরবের মৃত্যুর মধ্য দিয়ে এক বছরের মাথায় বিদ্রোহ স্তিমিত হল বতে।কিন্তু গোটা ভারতের মোহনিন্দ্রা ভেঙে দিয়ে জন্ম নিলো অধিকার সচেতনতা। তার দলিল ঠিক পরের বছর থেকেই এই মাটিতে একের পর বিদ্রোহ। আর এর মধ্যদিয়ে আলোচনায় আসে একটি আদিবাদী জনগোষ্ঠী। হ্যাঁ বলছিলাম,ইতিহাসের পাতায় স্বর্ন অক্ষরে লেখা সাঁওতাল বিদ্রোহের কথা! আজ আমরা জানবো দিনাজপুরের সাঁওতাল আদিবাসীদের জীবনচিত্র। ১৮৫৫…

বিস্তারিত