নওগাঁয় বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফারমান আলী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতা বিষয়কসেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জজ আদালত সম্মেলন কক্ষেসেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ; লিগ্যাল এইডের সুফল পাচ্ছেসারা বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সরকারি আইনগত সহায়তাকার্যক্রমের বিষয়ে জনসেচতনতা সৃষ্ঠি এবং জেলা লিগ্যাল এইড অফিস এরআয়োজন করে।জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ওদায়রা জজ একেএম শহীদুলইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবালহোসেন।এসময় বক্তব্য রাখেন গভর্ণমেন্ট পিডার মোস্তাফিজুর রহমান ফিরোজ, জেলা লিগ্যালএইড অফিসার এজিএম মনিরুল হাসান সরকার,স্পেশাল পাবলিক প্রসিকিউটর-১আব্দুল খালেক,…

বিস্তারিত