নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনে গ্রাম বিলীনের আশঙ্কা

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করে নিচ্ছে ইজারাদাররা। এতে করে নদীর তীরের গ্রামগুলি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে নাদীর পাড়ের বাসিন্দারা।  এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার নলচর ও মইষারচর দুইটি বালু মহাল রয়েছে। এর মধ্যে নলচর এলাকায় বালু উত্তোলনের ইজারা পান মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ এবং মইষারচর এলাকায় বালু উত্তোলনের ইজারা পান নার্গিস এন্টারপ্রাইজ। ইজারায় উল্লেখিত এলাকা থেকে তারা বালু উত্তোলন না করে তারা তাদের উত্তোলন খরচ কমাতে এবং…

বিস্তারিত