নিজেকে হত্যা কেন?

 আশিক আহমেদ : কর্মক্ষমতার অবনতি, ক্ষয় রোগ, স্নায়ুবিক দুর্বলতা, যকৃতের তীব্র প্রদাহ, রক্ত দূষণ, হাঁড় ও দাঁতের ক্ষয়,ব্রংকাইটিস,হৃদরোগ,এইডস ও প্রজননতন্ত্রের সমস্যাসহ নানা জটিলতা ও দুরারোগ্যব্যাধিতে ভুগেন মাদকাসক্ত ব্যাক্তিরা |এছাড়াও ঠোঁট,মুখ,দাঁতের মাড়ি,খাদ্যনালী এবং শ্বাসনালীতে ক্যান্সার, পুরুষত্বহীনতা, গর্ভের সন্তান বিকলাঙ্গ হওয়ার মত ঘটনা ঘটে মাদকাসক্তব্যাক্তিদের ক্ষেত্রে মাদক গ্রহনের ফলে |বিশ্বে প্রতি বছর ১০ লাখের বেশি লোক ধুমপানের কারনে ক্যান্সারে আক্রান্ত হয়। ফুসফুস ক্যান্সারে যত লোক মারা যায় তাদের ৮৫ % এর মতধুমপায়ী। ব্রংকাইটিস ও হৃদরোগ হল ধুমপায়ীদের  স্বাভাবিক অসুখ। এছাড়া মাদকাসক্তির ফলে পারিবারিক এবং সামাজিক কলহ লেগেই থাকে | বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারন মাদক | মাদকাসক্ত ব্যক্তিরা নিজের বাবা মাকে খুন করতেও দ্বিধাবোধ করেননা | যার জ্বলন্ত উদাহরণ ঐশি, যিনি ২০১৩ সালের ১৪ আগস্ট মাদকাসক্ত অবস্থায় নিজের বাবা মাকে পর্যন্ত খুন করেছিলেন| মাদকের ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থের জোগান দিতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন মাদকাসক্ত ব্যক্তিরা| মূলত একজন ছেলে কিংবা মেয়ে পারিবরিক কলহ,অর্থনৈতিক অভাব,মাদকাসক্ত বন্ধু-বান্ধবীদের সাথে চলাফেরা,হতাশা,মাদকের প্রতি উৎসাহ,রাজনীতি কিংবা প্রেমে ব্যর্থতা এবং নোংরা সংস্কৃতির কবলে পড়ে মাদকের সাথে জড়িয়ে পড়েন এবং   নিজেকে মৃত্যুর বুকে ঠেলে দেন ।কোনো…

বিস্তারিত