প্রবাস থেকে এসে বেকারত্ব দূর করতে প্রতিষ্ঠা করলেন “মা ডেইরি ফার্ম “

প্রবাস থেকে এসে বেকারত্ব দূর করতেপ্রতিষ্ঠা করলেন "মা ডেইরি ফার্ম "

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; প্রবাস থেকে ফিরে কিংবা পড়াশোনা  শেষ করে বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা রাজ্যের বাসিন্দা হয়ে যায়, গতানুগতিক চাকরি বা ব্যবসার আশায় বসে থেকে। এ সকল চাকরি বা ব্যবসার আশায় না থেকে আমরা যদি নিজেরাই আত্মকর্মসংস্থানের জন্য কিছু গঠনমূলক কাজ করি তাহলে আমাদের ভাগ্যের সঙ্গে সঙ্গে সমাজকেও আমরা কিছু উপহার দিতে পারব। এমন মনোব্রত থেকে নিজের এবং অন্যদের উৎসাহিত করতে গড়ে তুলেছেন “মা ডেইরি ফার্ম ” কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নং জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের জনাব জালাল ফকিররের ছেলে মোহাম্মদ রনি মিয়া। স্থানীয় সাইফুল ইসলামসহ অনেকেই জানান,…

বিস্তারিত