জান্নাতের ৮ দরজা দিয়ে প্রবেশ করবেন যারা

জান্নাতের ৮ দরজা দিয়ে প্রবেশ করবেন যারা

মুত্তাকীদের জন্য পরকালে নির্ধারিত রয়েছে চিরস্থায়ী জান্নাত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর, আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী, এবং পরিপূর্ণ পানপাত্ৰ, সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা।’ (সূরা নাবা, (৭৮), আয়াত, ৩০-৩৫) জান্নাতের আটটি দরজা আছে, প্রত্যেক মুমিন নিজ নিজ, আমল অনুযায়ী সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এই আটটি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন-হাদিসের বিভিন্ন জায়গায় এই দরজাগুলোর নাম পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ…

বিস্তারিত