ফুলপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পড়েও ফল পাইনি শিক্ষার্থীরা

মিজানুর রহমান,ময়মনসিংহ প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়ার)অধীনে গত ২৭শে মে ফাযিল (স্মাতক) ডিগ্রী পাস শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।জানা যায় কাজিয়া কান্দা (এম এ) কামিল মাদ্রাসা ব্যতীত ফুলপুরে বাকী সকল মাদ্রাসার শিক্ষার্থী ফলাফল হাতে পেয়েছে।প্রকাশিত ফল না পেয়ে  কাজিয়া কান্দা মাদ্রাসার শিক্ষার্থী ও অভিবাবক হতাশায় রয়েছেন।অভিবাবক ছাইফুল ইসলামের কাছ থেকে জানা যায়,নির্ধারীত সময়ে ফলাফল হাতে না পেয়ে দূর্চিন্তায় রয়েছেন।২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০১৭ সালের আগষ্টের শেষের দিকে পরীক্ষার সমাপ্তি ঘটে।এতে দু’ই সেশনে মিলে ১৯৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।অংশিত শিক্ষার্থীর ফলাফল অপেক্ষমাণ রয়েছে।এব্যাপারে কাজিয়া কান্দা (এম এ)…

বিস্তারিত