ওয়েটারকে বখশিশ দেয়া কি বৈধ?

ওয়েটারকে বখশিশ দেয়া কি বৈধ?

উত্তর দিয়েছেন: মুফতি আবদুল মালিক প্রশ্ন: আমাদের দেশের হোটেলগুলোতে খাবার পরিবেশনকারী ওয়েটারদেরকে বখশিশ দেয়ার প্রচলন আছে। শুনেছি, ওয়েটারদেরকে বখশিশ হিসেবে যে টাকা দেয়া হয়, তা নাকি ঘুষের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে জানতে চাই, আসলেই কি উক্ত টাকা ঘুষের অন্তর্ভুক্ত? তা দেয়া কি নাজায়েজ? জানিয়ে বাধিত করবেন। রফিক- মুলাদী, বরিশাল উত্তর: বর্তমানে হোটেল ওয়েটারদেরকে সাধারণত যে বখশিশ দেয়ার রেওয়াজ আছে, কিছু শর্ত সাপেক্ষে তা দেয়া এবং গ্রহণ করা জায়েজ, শর্তগুলো নিম্নরূপ: ১. বখশিশের কারণে সাধারণভাবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সুবিধা নেয়া যাবে না। ২. বখশিশ দানকারীকে বেশি সুবিধা দেয়া হয়, না দিলে…

বিস্তারিত