বদর যুদ্ধের বন্দীদের সঙ্গে নবীজি সা.-এর আচরণ

বদর যুদ্ধের বন্দীদের সঙ্গে নবীজি সা.-এর আচরণ

বদর যুদ্ধে মহান আল্লাহর সাহায্যে মুসলমানেরা বিজয়ী হন। ১৪ জন সাহাবি শাহাদত বরণ করেন এবং ৭০ জন কাফির মারা যায়। ৭০ জন কাফিরকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়। রাসূল সা. মদিনায় ফিরে সাহাবিদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ করেন। আবু বকর রা. নিবেদন করলেন, ‘হে আল্লাহর রাসূল সা.! এরা সবাই আমাদের চাচাত ভাই, বংশীয় লোক এবং আত্মীয়। আমার মতে মুক্তিপণ হিসেবে কিছু কিছু অর্থ নিয়ে এদেরকে মুক্তি দেয়া উচিত। এতে আমাদের সাধারণ তহবিল যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। পক্ষান্তরে অল্প দিনের মধ্যে এদের সবার পক্ষে ইসলাম গ্রহণ করাও সম্ভব হবে। তখন…

বিস্তারিত