১২ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ অাটক ও বানরের দল ঊনসত্তর পাড়া,  ফসলে নষ্ট ,বন ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী

অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের রাউজানে খাদ্যের সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে নেমে আসছে অজগর সাপ, বানরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। নির্বিচারে বন ধ্বংস, খাদ্য সংকট ও আশ্রায়স্থাল না থাকায় বন্যপ্রাণীরা লোকালয়ে বিভিন্ন বাসা বাড়িতে হানা দিচ্ছে। গতকাল শনিবার রাউজান উপজেলার ৮নং কদলপুর এলাকায় ভোমরপাড়া গ্রামের গ্রামীণ রাস্তার পাশে লোকালয়ে খাবার খেতে এসে ১২ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ এলাকাবাসীর হাতে আটক হয়। বিশাল আকৃতির সাপটিকে দেখার পর স্থানীয় লোকজন ভয়ে শব্দ করতে শুরু করেন। রাউজানে গত অাট নয় মাসে এই রকম প্রতিদিন খাদ্যর সন্ধ্যানে বন্যপ্রাণী লোকালয়ে আসছে এবং বিভিন ফাঁদে তারা…

বিস্তারিত