বল্ট ইইউভি’ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে জিএম মোটরস

‘বল্ট ইইউভি’ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে জিএম মোটরস

ম্যাক্সিকোর জেনারেল মোটরস ২০৩৫ সালের মধ্যে ঐতিহ্যবাহী গ্যাসচালিত গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়িতে পুরোপুরি সুইচ করার ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘বল্ট ইইউভি’ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে জিএম মোটরস।  রোববার (১৫ ফেব্রুয়ারি) জিএম বৈদ্যুতিক ইউটিলিটি বোল্ট ইইউভি মডেলের গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। তবে বোল্ট ইভি হ্যাচব্যাক এবং বোল্ট ইইউভি এসইভির মধ্যে পার্থক্য ন্যূনতম- তিন ইঞ্চি লম্বা হুইলবেস, ছয় ইঞ্চি দীর্ঘ। শেভ্রোলেটের বিপণনের সহ-সভাপতি স্টিভ মেজরোসের মতে, বোল্টের তার ভক্ত রয়েছে। এটি শিল্পে গ্রাহক সন্তুষ্টির হারের মধ্যে সর্বোচ্চ। জিএম-এর সামগ্রিক মার্কিন বিক্রয় ১২ শতাংশ কমেছে এমন সময়ে গতবছর এর মার্কিন…

বিস্তারিত