বহুগামিতা: নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর

বহুগামিতা: নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর

বহুগামিতার অপরাধে পাথর ছুঁড়ে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সোমালিয়ায়। ১১ জনকে বিয়ে করার অপরাধে এমন মৃত্যুদণ্ড কার্যকর করেছে সোমালিয়ায় প্রভার বিস্তার করা আল শাবাব জঙ্গি গোষ্ঠী। সোমালিয়ার লোয়ার শ্যাবেলের সাবলালে জেলায় এ ঘটনা ঘটে। খবর ডয়চে ভেলের। জানা গেছে, ৩০ বছর বয়সি নারী শুকরি আব্দুল্লাহ ১১ জন পুরুষকে বিয়ে করেছেন। কিন্তু কারও সঙ্গেই বিবাহবিচ্ছেদ ঘটাননি। এ জন্য বহুগামিতার দায়ে তার বিচার হয় সাবলালের একটি আদালতে। আল শাবাব দ্বারা পরিচালিত এ আদালতে নিজের দোষ স্বীকার করেন ওই নারী। তারপর তাকে ওই আদালত পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়। প্রত্যক্ষদর্শীরা…

বিস্তারিত