বাঁশ সুস্বাস্থ্য ও সৌভাগ্যদায়ক।না জানা থাকলে জানুন।

বাঁশ সুস্বাস্থ্য ও সৌভাগ্যদায়ক।না জানা থাকলে জানুন।

মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : “আমার লাইন হয়েছে আঁকাবাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা” ছোট বেলার এ গান আজও কানে বেজে ওঠে। বাঁশ বাগানকে রোমান্সের আড্ডাখানা বলে মনের মাধুরি মিশেয়েছেন গীতিকার গানের অন্তরায়। “আমি একটা জিন্দা লাশ, কাটিস নারে জংলার বাঁশ, আমার লাইগা সারে তিন হাত কবর খুঁড়িস না। আমি পিরিতের অনলে পুড়া মরার পরে আমায় পুড়িস না” এখানেও গায়কের সুরের মূর্ছনায় বাঁশের অধিপত্যেের কথার বিলাপ শুনা যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের প্রয়োজন। অতীতে শহর না হলেও গ্রামাঞ্চলে শিশু জন্ম গ্রহণ করলে কিংবা…

বিস্তারিত