মালদ্বীপে বাংলাদেশিদের ‘বানানো’ মাঠে খেলবেন জামালরা

জামাল ভূঁইয়া-অস্কার ব্রুজন যখন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন সোহেল-মহসিন মালে স্টেডিয়ামের ঘাস কাটায় ব্যস্ত। নিবিড় মনে মাঠের পর্যবেক্ষণ করছিলেন তারা। শেষ মুহূর্তে চলছিল মাঠে পরিচর্যা। এই পরিচর্যার কাজে নিয়োজিত প্রায় সবাই বাংলাদেশি। আজ বৃহস্পতিবার দুপুরে দুই মেশিন দিয়ে বক্সের আশে পাশে রোলার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন সোহেল ও মোহসিন। দুই জনই প্রায় এক দশক এই স্টেডিয়ামে কাজ করছেন। তাদের হাতে বানানো মাঠে খেলবে বাংলাদেশ দল। এতে রোমাঞ্চিত তারা, ‘মালদ্বীপের মাঠ হলেও এর পরিচর্যা আমাদের বাংলাদেশিদের হাত দিয়েই হয়। আমরাই এই মাঠের যত্ম করি।’ ঘাস কাটার উন্নত মেশিন…

বিস্তারিত