বিদায় মাহে রমজান

আজ ২৯ রমজান। আজ সূর্য অস্ত গেলে যদি শওয়ালের চাঁদ দেখা যায় তাহলে কাল উদযাপিত হবে সিয়াম ভাঙার আনন্দ উত্সব অর্থাত্ ঈদুল ফিতর। আর আজ যদি শওয়ালের চাঁদ দেখা না যায় তাহলে পরশুদিন ঈদ উদযাপিত হবে। প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা চাঁদ (রমাদানের চাঁদ) দেখে সিয়াম পালন করবে এবং চাঁদ দেখে (শওয়ালের চাঁদ) সিয়াম পালন করা থেকে বিরত হবে। মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। আমাদের দেশে চাঁদ দেখা নিয়ে একশ্রেণির লোক বিভ্রান্তির সৃষ্টি করে; যা কোনোভাবেই কাম্য নয়। কেউ কেউ মক্কা মুকাররমার চাঁদ…

বিস্তারিত