বিমানে নারী যাত্রীর আসনে প্রস্রাব মদ্যপ যাত্রীর, অতঃপর…!

এক মদ্যপ যাত্রী বিমানে এক নারীর আসনের উপরেই প্রস্রাব করে ফেললেন। এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। এই কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১০২ নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল। এক প্রতিবন্ধী নারীর আসনের ওপরেই প্রস্রাব করেন সেই ব্যক্তি। সেই নারীর মেয়ে ইন্দ্রানী ঘোষ শুক্রবার রাতে টুইট করে গোটা বিষয়টি জানান ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু ও বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে। ইন্দ্রানী বলেন, ‘‌এয়ার ইন্ডিয়ার বিমানে আমার মা নিউইয়র্ক থেকে দিল্লি ফিরছিলেন। মায়ের আসন নম্বর ছিল ৩৬ডি। মা একাই ফিরছিলেন দিল্লি।…

বিস্তারিত