বিশ্বে শান্তি ও মঙ্গল প্রার্থনা রাঙ্গামাটিতে নানিয়ারচর উপজেলাবাসীর মহাসংঘদান অনুষ্ঠিত

বিশ্বে শান্তি ও মঙ্গল প্রার্থনা রাঙ্গামাটিতে নানিয়ারচর উপজেলাবাসীর মহাসংঘদান অনুষ্ঠিত

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল প্রার্থনায় রাঙ্গামাটি রাজবন বিহারে দ্বিতীয়বারের মত নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান,সংঘদান,অষ্টপরিষ্কার দান,হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশে টাকা দান, পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়। সাধু সাধু সাধু ধ্বনিতে মুখর হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গন। বৈশিক করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে অনুষ্ঠানে পাঁচ মিনিট (নিরবতা) ভাবনা করেন পুণ্যার্থীরা।পরে ভগবান বুদ্ধ ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের…

বিস্তারিত