ভারতের দর্শকদের শান্ত করে রাখার মজাই আলাদা

ভারতের দর্শকদের শান্ত করে রাখার মজাই আলাদা

বিরাট কোহলি সবুজ ঘাসে পা রাখার মানে গগণবিদারী চিৎকার। কোহলি কোহলি বলে কলরব স্টেডিয়াম জুড়ে। টিম ইন্ডিয়ার অবস্থা যেমনই থাকুক ২২ গজে কোহলি পা রাখলে স্টেডিয়ামে উৎসব চলে। দর্শকরা বাধনহারা আনন্দে মেতে উঠেন। সেই উৎসব থেমে যায় কোহলির প্রস্থানে। তার আউটে স্টেডিয়ামে পিনপতন নিরাবতা।  শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম পেয়েছিল এমন কিছুর স্বাদ। ভারতের অধিনায়ক ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের বলে কোহলি আউট হন ইনিংসের শুরুতেই। রানের খাতা খোলার আগেই ডানহাতি ব্যাটসম্যান সাজঘরে। কোহলির আউট নিয়ে আদিল রশিদের মন্তব্য, ‘দর্শকদের শান্ত করে রাখার মজাই আলাদা।’  নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের…

বিস্তারিত