মাত্র পাঁচ মাসে হাফেজ পাকুন্দিয়ার ফাহাদ।

মাত্র পাঁচ মাসে হাফেজ পাকুন্দিয়ার ফাহাদ।

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জান্নাতুল নাঈম ফাহাদ মাত্র পাঁচ মাসে পবিত্র ইসলামি ধর্মগ্রন্থ কোরআন মুখস্থ করে চমক সৃষ্টি করেছেন।একজন পবিত্র কোরআনের পাখি(হাফেজ)এর মূল্য ইহলৌকিক ও পারলৌকিক উভয় স্থলেই অত্যন্ত সুমহান। শিশু হাফেজ ফাহাদ মাত্র সাড়ে ৯ বছর বয়সে এ বিষ্ময় সৃষ্টি করেছেন।ইসলামি অনুসন্ধানে জানা যায়, হাফেজরা সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত।  কোরআনের হাফেজ মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়”।(সহিহ বুখারি, হাদিস : ৫০২৮) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী  মো.মোখলেছুর রহমানের ছেলে,জান্নাতুল নাইম…

বিস্তারিত