মাহে রমজান সর্বোত্তম ব্যয়

দেখতে দেখতে ষষ্ঠ রমজান চলে এলো। রমজানে মোমিন বান্দা সর্বতোভাবে আল্লাহর নির্দেশ পালনে একনিষ্ঠ থাকে। মানবজীবনে আয় ও ব্যয় অতি পরিচিত এবং জীবন-ঘনিষ্ঠ দুটি বিষয়। ইসলামী জীবনবোধে বিশ্বাসী সবাইকে বৈধ পন্থায় অর্জিত সম্পদ থেকে জীবন-জীবিকার ব্যয় নির্বাহ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সম্পদ অর্জন আর সম্পদের খরচ জোগান- দুটোই হতে হবে সংবিধিবদ্ধ নিয়ম-কানুনের মধ্য দিয়ে। ইসলাম তাই ব্যক্তির আয়-ব্যয়ের বিষয়টিকে মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছে। ইসলামী জীবন-দর্শনে ব্যয়ের খাতগুলোও পরিস্কার করে দেওয়া হয়েছে। কেউ সম্পদ অর্জন করবে আর বসে বসে শুধু সেই সম্পদের হিসাব করবে- এটি হতে…

বিস্তারিত