মুন্সীগঞ্জের টংগিবাড়িতে ডাকাতির সময় গণধোলাইয়ে ডাকাত বাবুল নিহত।

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে ডাকাতির সময় গণধোলাইয়ে ডাকাত বাবুল নিহত।

 মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)।। মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার বেলুয়া গ্রামে ডাকাতির সময় গ্রামবাসীর গণধোলাইয়ে নিহত হন ডাকাত দলের সদস্য বাবুল হোসেন বাবু। রোববার গভীর রাত তিনটার সময় আট দশ জনের একটি সংঘবন্ধ ডাকাত দল মাইক্রোবাসে করে এসে বেলুয়া গ্রামের শেখ বাড়ির আইয়ুব আলী শেখের বিল্ডিং ঘরের গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাত দল এর আগে পাশের আর একটি বাড়ির গেইট ভেঙ্গে ঘরে যাবার চেষ্টা করে ব্যার্থ হয়ে আইয়ুব আলী শেখের ঘরে যেয়ে প্রথমতো একজনকে বাদ রেখে পরিবাবরের সবায়কে বেঁধে লুটের চেষ্টা চালায় এবং চারটি কক্ষ তল্লাশী করে ১৫ ভরি…

বিস্তারিত