করোনা টিকা আবিষ্কারের নেপথ্যে মুসলিম দম্পতি

করোনা টিকা আবিষ্কারের নেপথ্যে মুসলিম দম্পতি

জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে৷ বায়োএনটেকের প্রতিষ্ঠাতা ক্যানসার বিশেষজ্ঞ উগুর শাহিন এবং তার স্ত্রী টিকাবিজ্ঞানী ওজলেম টুরেসি৷ তারা দুজনই তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক৷ জার্মান শহর মাইনৎসে ১২ বছর আগে বায়োএনটেকের পথচলা শুরু হয়৷ এই দম্পতির তৈরি বায়োএনটেকে এখন কাজ করে ১৫০০ কর্মী৷ ৫৫ বছর বয়সি শাহিনের জন্ম তুরস্কে৷ বাবা-মায়ের সঙ্গে একসময় জার্মানিতে চলে আসেন তিনি৷ মেডিসিন এবং গণিত নিয়ে পড়ালেখা করেন কোলোন বিশ্ববিদ্যালয়ে৷ ৫৩ বছর বয়সি টুরেসির জন্ম জার্মানিতে৷ কিন্তু তার বাবা-মা তুর্কি৷ হামবুর্গে পড়ালেখা করে,…

বিস্তারিত