শত বছর ধরে রশি টানছে ১০ গ্রামের মানুষ

শত বছর ধরে রশি টানছে ১০ গ্রামের মানুষ

এক দিকে সালথা উপজেলার মাঝারদিয়া, অপরদিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া। এর মধ্যে দিয়ে বয়ে গেছে কুমার নদ। দুটি ইউনিয়নের অন্তত ১০ গ্রামের ৯ হাজার মানুষকে চলাচল করতে হয় এ নদের ওপর দিয়ে। কিন্তু নদ পার হওয়ার জন্য নেই কোনো সেতু। ফলে শত বছর ধরে রশি টেনে নৌকায় পার হতে হয় সবাইকে। ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া কুমার নদের ওপর একটি সেতু নির্মাণের অভাবে দুর্ভোগের শেষ নেই এসব গ্রামবাসীর। বছরের পর বছর দুর্ভোগ পেহালেও এখানে নির্মাণ করা হয়নি সেতু। এতে নারী, বয়স্ক ও শিশুদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বর্ষাকালে। সরেজমিনে দেখা যায়,…

বিস্তারিত