শবে কদর কি ২৭ রমজানেই?

শবে কদর কি ২৭ রমজানেই?

লাইলাতুল কদর কি ২৭ রমজান? আমাদের দেশে ২৭ রমজানকে শবে কদর বলে আখ্যা দেওয়া হয়। মূলত এ কথাটি একদম উড়িয়ে দেওয়ার মতো না। তবে এরপরও শুধু এই রাতকেই লাইলাতুল কদর হিসাব করে অন্য রাতগুলো অবহেলায় কাটানো উচিত নয়। বিভিন্ন সাহাবায়ে কেরামের বক্তব্যে যেহেতু এই রাতের কথাও উল্লেখ আছে, তাই এই রাতকেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শেষ দশকের অন্য রাতগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যির ইবনে হুবাইশ (রহ.) থেকে বর্ণিত, আমি উবাই ইবনে কাব (রা.)-কে বললাম, আপনার ভাই ‘আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, সারা বছর যে লোক রাত জেগে ইবাদত করবে…

বিস্তারিত