শুধুই পারফরম্যান্স? শিষ্যদের সঙ্গে সম্পর্কও বাজে ছিল মরিনহোর

দলের বাজে পারফরম্যান্স তো ছিল, পাশাপাশি শিষ্যদের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক ছিল না হোসে মরিনহোর। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদ থেকে ছাঁটাই হওয়ার পেছনে শিষ্যদের সঙ্গে মরিনহোর বাজে সম্পর্ক বেশ বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে। চারে থাকা চেলসির সঙ্গেই ১১ পয়েন্টের ব্যবধান, শীর্ষস্থানীয় লিভারপুলের সঙ্গে ১৯। লিগ শিরোপা জয়ের দৌড় দূরস্ত, ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারে কি না, তা নিয়েই সন্দেহ আছে। বোঝাই যাচ্ছে, মাঠে ধারাবাহিক ব্যর্থতার খেসারত গুণে ইউনাইটেডের কোচ পদ থেকে ছাঁটাই হয়েছে হোসে মরিনহো। তবে ওল্ড…

বিস্তারিত