শূন্যের কোঠায় ফল আমদানি, রোজায় তীব্র সংকটের আশঙ্কা

শূন্যের কোঠায় ফল আমদানি, রোজায় তীব্র সংকটের আশঙ্কা

অন্য যে কোনো সময়ের চেয়ে রোজায় ফলের চাহিদা বাড়ে চট্টগ্রামে। কিন্তু আসন্ন রোজায় সেই ফল তেমন জুটবে না চট্টগ্রামবাসীর ভাগ্যে। কারণ চট্টগ্রাম মহানগরীর আমদানি করা ফলের পাইকারদের বড় আড়ত ফলমন্ডী এখন প্রায়ই খালি। গুটি কয়েক ফল নিয়ে কোনো রকমে বেঁচে আছে ফলমন্ডী। ফলে বাজারে ফলের পর্যাপ্ত সরবরাহও নেই। ডলার সংকটসহ নানা কারণে শূন্যের কোঠায় নেমে গেছে ফলের আমদানি। আমদানিকারকরা বলছেন, করোনাকালীন সময়েও যেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি মাসে গড়ে ১০০ কন্টেইনার ফল আমদানি হতো। সেখানে এখন প্রতি মাসে গড়ে আমদানি ঠেকেছে ২০ কন্টেইনারে। সোমবার (৪ মার্চ) এ তথ্য জানান চট্টগ্রাম…

বিস্তারিত