শৈলকুপায় যুব সমাজের উদ্যোগে বেইলি ব্রীজ নির্মাণ করে দুই ইউনিয়নের বাসিন্দাদের এক করলো

শৈলকুপায় যুব সমাজের উদ্যোগে বেইলি ব্রীজ নির্মাণ করে দুই ইউনিয়নের বাসিন্দাদের এক করলো

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ; ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী ইউনিয়ন ও দিগনগর ইউনিয়নের দুই পাড়ের মানুষের একমাত্র যোগাযোগের বাহন ছিল নেীকা। বছরের পর বছর কালী নদী এ দুই ইউনিয়নকে বিভক্ত করে রেখেছে। একে অপরের সাথে পৃথক হয়ে থাকার কারণে সম্পর্ক উননয়নে যেমন পিছিয়ে ছিল এ দুই ইউনিয়নের মানুষ। আবার শিক্ষা-দীক্ষা ও অর্থনৈতিক উননয়নেও পিছিয়ে ছিল। শ্রীরামপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরী করেছে একটি বেইলি ব্রীজ। ফলে ত্রিবেনী ইউনিয়ন ও দিগনগর ইউনিয়নের দুই পাড় যুক্ত করলো বেইলি ব্রীজটি। প্রথমে ২০১৮ সালে ব্রীজটি নির্মাণ করা…

বিস্তারিত