লকডাউনে পারিবারিক অশান্তি, সন্তানের সামনে ঝগড়া করবেন না

লকডাউনে পারিবারিক অশান্তি, সন্তানের সামনে ঝগড়া করবেন না

বিয়ের পর দুজন মানুষ যখন একসাথে থাকেন তখন তাদের মধ্যে কারণে-অকারণে মতের অমিল, ঝগড়া-ঝাটি খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। পরস্পরের ব্যক্তিত্বের সংঘাত, শ্বশুরবাড়ি বনাম বাবার বাড়ির, পুরনো বন্ধুত্বে সন্দেহ, সামাজিক-অর্থনৈতিকসহ আরো অনেক কারণে কখনো কখনো সংসার হয়ে ওঠে রণক্ষেত্র। করানোকালে লকডাউনের সময়টাতে এসব ঘটনা বেশি হচ্ছে। দুজন ঝগড়া করে হয়তো মনের ক্ষোভ একে অন্যের উপর উগরে দিচ্ছেন, কিন্তু আপনারা যদি বাবা-মা হোন, তাহলে ঝগড়ার সীমারেখা টানা উচিত। কারণ, শিশুরা অনুকরণপ্রিয়। বড়দের কাছ থেকেই তারা শেখে। শিশুর আচরণ দেখেই কিন্তু বোঝা যায়, পরিবারের বড়দের আচরণ কেমন। মা-বাবার ভেতরে সুন্দর সম্পর্ক দেখলে…

বিস্তারিত