সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস রেকর্ডসে উঠছে ‘রানি’র নাম

সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস রেকর্ডসে উঠছে ‘রানি’র নাম

ট্যাঁশ গরু’র নাম প্রত্যেক বাঙালিই শুনেছে। কিন্তু বামন গরু! বাস্তবে এবার দেখা মিলল এমন গরুরই। বাংলাদেশের একটি খামারে খেলে বেড়চ্ছে বিশ্বের সবচেয়ে ছোট গরু। নাম রাখা হয়েছে রানি। গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। জানা গিয়েছে, তার থেকে কম উচ্চতার এবং ছোট গরু নেই গোটা বিশ্বে। সেই কারণেই গরুটির নাম উঠতে চলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের প্রাণীসম্পদ অধিদফতরের চিকিৎসক মহম্মদ আতিকুজ্জামান জানিয়েছেন, দু’ বছর বয়স এই গরুটির। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা তিনি জানান, গরুটির আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্য অনুযায়ী, কেরালায় মানিক্যাম নামের গরুটি বিশ্বের…

বিস্তারিত