হামরা চাই বেড়িবাঁধ, সরকার দেয় বস্তা

হামরা চাই বেড়িবাঁধ, সরকার দেয় বস্তা

‘প্রত্যেক বছর বন্যা হয়। হামার দুঃখ-কষ্টের শ্যাষ থাকে না। কত মাইনসে এই তিস্তা নদীত ঘর-বাড়ি হারাইছে। তাতে সরকারের কী? নদীপাড়ের মাইনসের কপাল খারাপ। ওই তকনে হামরা চাই বেড়িবাঁধ। সরকার হামার দেয় সস্তা জিওব্যাগ। বস্তা দিয়্যা যদি ভাঙন ঠেকা গেইল হয়, তাইলে কি হামরা বেড়িবাঁধ চাই বাহে? সরকারোক কন হামার পাকে একনা দেকুন।’ বুকভরা কষ্ট আর মুখভরা আক্ষেপ থেকে কথাগুলো বলছিলেন নওশা ঘাটিয়াল। গেল কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে তিস্তা অববাহিকায়। ওপার বাংলার গজল ডোবা তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় পানি বৃদ্ধি অব্যাহত আছে।…

বিস্তারিত