পদ্মা-যমুনায় ধরা পড়ছে মাছ, সরগরম আরিচা ঘাট

পদ্মা-যমুনায় ধরা পড়ছে মাছ, সরগরম আরিচা ঘাট

মাছের দাম হেঁকে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত মাছ ব্যবসায়ীরা। কনকনে শীতের মাঝেও জমে উঠেছে মানিকগঞ্জের আরিচা ঘাটের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত। নদী ও মুক্ত জলাশয়ে পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় মাছ। এতে সরগরম আরিচা ঘাটের মাছের আড়ত। দাম ও ব্যবসা ভালো থাকায় খুশি মৎস্য শিকারী ও ব্যবসায়ীরা।  জেলেরা জানান, পদ্মা-যমুনার পানি কমে আসায় জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ। ফলে সরবরাহ ভালো থাকায় আড়তে মাছের দাম কম। প্রতিদিনই পাওয়া যাচ্ছে বোয়াল, শোল, কৈ, পাঙাশসহ নানা প্রজাতির মাছ। টাটকা মাছ কিনতে ভোর থেকেই ভিড় করেন ক্রেতারা। এতে বিক্রি…

বিস্তারিত