সূরা আদ-দাহর (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 31 হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সূরা আদ-দাহর (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 31 হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।   هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُن شَيْئًا مَّذْكُورًا (1মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।Has there not been over Man a long period of Time, when he was nothing – (not even) mentioned?   إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا (2আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।Verily We created Man from a drop of mingled…

বিস্তারিত