সূরা আম্বিয়ায় যে দোয়া বর্ণিত হয়েছে

সূরা আম্বিয়ায় যে দোয়া বর্ণিত হয়েছে

পবিত্র কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতে আল্লাহ তায়ালা বেশ কিছু দোয়া বর্ণনা করেছেন। এর মধ্যে নবীদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা অনেক দোয়া আছে আবার কিছু দোয়া আল্লাহ তায়ালা নিজেই বান্দাকে শিক্ষা দিয়েছেন। এখানে কোরআনের সূরা আম্বিয়ায় বর্ণিত কিছু দোয়া তুলে ধরা হলো— দুঃখ-কষ্ট থেকে মুক্তির দোয়া اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ উচ্চারণ : আন্নি মাছছানিয়া-যুররু ওয়া আংতা আরহামুর-রাহিমীন অর্থ :  ‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৩) لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ ٭ۖ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ উচ্চারণ :…

বিস্তারিত