স্যুপে ভাসছে মরা বাদুড়, গোটা পরিবারে করোনা পরীক্ষা

চীনের উহানে বাদুড় থেকেই করোনাভাইরাস শুরু হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সম্প্রতি চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় আবার খুলে গিয়েছে সেখানকার মাংসের বাজার। এসব বাজারে প্রকাশ্যে বিক্রি হয় সাপ, বাদুড় ও প্যাঙ্গোলিন। কিন্তু করোনা আতঙ্কে বাদুড় খাওয়া কমিয়ে দিয়েছেন চীনের মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের হুবেই প্রদেশের উহানে থাকেন চেন। কয়েকদিন আগে বাড়ির কাছে এক রেস্তোরাঁ থেকে চেন এক পাত্র ফ্রোজেন পর্ক স্যুপ কিনেছিলেন। কেনার পর চেন নিজে দুইদিন ওই স্যুপ খান। কিছু অস্বাভাবিক লাগেনি তার কাছে।…

বিস্তারিত