স্যুপে ভাসছে মরা বাদুড়, গোটা পরিবারে করোনা পরীক্ষা

চীনের উহানে বাদুড় থেকেই করোনাভাইরাস শুরু হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সম্প্রতি চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় আবার খুলে গিয়েছে সেখানকার মাংসের বাজার। এসব বাজারে প্রকাশ্যে বিক্রি হয় সাপ, বাদুড় ও প্যাঙ্গোলিন। কিন্তু করোনা আতঙ্কে বাদুড় খাওয়া কমিয়ে দিয়েছেন চীনের মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের হুবেই প্রদেশের উহানে থাকেন চেন। কয়েকদিন আগে বাড়ির কাছে এক রেস্তোরাঁ থেকে চেন এক পাত্র ফ্রোজেন পর্ক স্যুপ কিনেছিলেন। কেনার পর চেন নিজে দুইদিন ওই স্যুপ খান। কিছু অস্বাভাবিক লাগেনি তার কাছে। কিন্তু তৃতীয় দিনে বাড়ির সকলে এক সঙ্গে স্যুপটি খাবে বলে ঠিক করে। খাবার গরম করতে যেতেই চামচে উঠে আসে একটি মরা বাদুড়।

স্যুপে বাদুড় পেয়ে চেনের পরিবার হাসপাতালে করোনা পরীক্ষা করাতে যায়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই স্যুপের ছবি। যাতে স্পষ্ট দেখা যায় কালো একটি বাদুড়, তার ডানা ও শরীরের কুঁকড়ে যাওয়া বাকি অংশ।

পরে রেস্তোরাঁয় গেলে তারা স্যুপের দাম ফেরত দিতে চায়। রেস্তোরাঁর লোকজন জানায়, ফ্রোজেন স্যুপের পাত্রটি তারা স্থানীয় একটি স্যুপ প্রস্তুতকারী সংস্থা থেকে কিনে এনেছিলো। ওই সংস্থা যদিও তাদের খাবারে বাদুড় থাকার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, ফ্রিজ থেকে বের করার পর কোনোভাবে ওই বাদুড় উড়ে এসে স্যুপে পড়ে।

এ ব্যাপারে তদন্ত করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু কীভাবে স্যুপের মধ্যে বাদুড় এল তা বুঝতে পারেনি তারা। গোটা পরিবার করোনা পরীক্ষা করিয়েছে। তবে কারো করোনা ধরা পড়েনি তাদের।

আপনি আরও পড়তে পারেন