হেসেনপুরে বালুময় চরে সুন্দর সবুজ ফসল

হেসেনপুরে বালুময় চরে সুন্দর সবুজ ফসল

মাহফুজ রাজা,জেলা প্রতিনিধি,  কিশোরগঞ্জ ; কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র ও আশেপাশের নদ-নদীর অববাহিকায় চরাঞ্চলের কৃষকরা আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহার করে চাষাবাদ করছেন। চিকচিক বালুময় জমিতে সোনার ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। সনাতন চাষাবাদ পদ্ধতির উপর নির্ভরশীল চরের খেটে খাওয়া মানুষগুলো উন্নত ও আধুনিক ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে কৃষির ব্যাপক উন্নয়নের স্বপ্ন দেখছে। জানা গেছে, উপজেলার চরবিশ্বনাথ, সাহেবের চর, চরকাটিহারী গ্রামের মুজিবুর রহমান, সোহেল,খোকনসহ অনেকেই জানান, শহর থেকে উন্নতমানের বীজ যোগাড় করতে না পারায় এবং আধুনিক পদ্ধতি না জানায় চরের মাটিতে ফলনও ভালো হতো না। কিন্তু বর্তমানে সেচের ব্যবস্থা থাকায়…

বিস্তারিত