হোসেনপুরে জীর্ণশীর্ণ জীবনের দখলে প্যাডেল রিকশা চালকরা।

হোসেনপুরে জীর্ণশীর্ণ জীবনের দখলে প্যাডেল রিকশা চালকরা।

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার:  কিশোরগঞ্জের হোসেনপুরের পূর্ব ধূলজুরী গ্রামের পঞ্চাশোর্ধ রিকশাচালক গিয়াস উদ্দিন৷ প্যাডেল রিকশাচালিয়ে জীবিকা নির্বাহ করেণ তিনি।  যন্ত্রচালিত রিকশা বাজারে আসার পর উপজেলায় বিলুপ্ত হয়ে গেছে ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা। এখন হোসেনপুরের কোথাও পায়ে চালিত রিকশা নেই বললেই চলে। ব্যাটারিচালিত অটোরিকশা আসার পর থেকে প্যাডেল রিকশার জায়গা পুরোটাই দখল করে নিয়েছে।সময় বাঁচাতে সবাই ব্যাটারিচালিত রিকশা দিয়েই চলাচল করে। একটা সময় দেখা যেত রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসার চালাত শতশত মানুষ। কিন্তু বর্তমান সময়ে পায়ে চালিত রিকশা খুব একটা দেখা যায় না। এক সময় পায়ে চালিত রিকশা খুব জনপ্রিয় ছিল। দেশের উন্নয়নের…

বিস্তারিত