কাব্য ও সঙ্গীতের কীর্তিমান পুরুষ আমির খসরু

মূল : ডক্টর কমার আব্বাস আমির খসরু তেরো শতকে জন্ম নেয়া এক অদ্ভ’ত শক্তিমান পুরুষ। যিনি খুব সহজভাবেই নিজেই নিজের ভিন্ন এক জগতকে নির্মাণ করেছিলেন। একজন মানুষের ভেতর গুণের এত সন্নিবেশ ভাবতেই কেমন অবাক লাগে। তাকে পাঠে বোধ ও চিন্তা যেন একটি অতল ষ্পর্শের দিকে হাত বাড়ায়। একজন কবি। যার কাব্যজগত এতই বিস্তৃত যে শ্লোক, বচন, ধাঁধা থেকে নিয়ে কখনো তাকে দেখা যায় বিয়েশাদীর কোন গীতযজ্ঞ অনুষ্ঠানে কখনো আবার হিন্দুস্তানের ফার্সি ভাষার মহাপণ্ডিতরূপে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি এমনই কিছু সুর, তাল ও রাগের সৃষ্টি করেছেন যেগুলো ছাড়া সঙ্গীতকে অসম্পূর্ণ মনে…

বিস্তারিত