নারী ভোটারের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ

158সকাল ৮টা থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের একটি কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে উপস্থিতির তুলনায় ভোট পড়েছে অনেক কম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল ভোটকেন্দ্রে এমন পরিস্থিতি দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণ শুরুর মাত্র ১ ঘন্টা পরেই ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ।
এদিকে নারী ও পুরুষের জন্য পাশাপাশি পৃথক দুটি কেন্দ্রে বেশি ভোট পড়েছে পুরুষদের। তবে ভোট গ্রহণে ধীরগতি থাকলেও ভোটারদের মাঝে উচ্ছ্বাসের কমতি দেখা যায়নি।

নারী ভোট কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সাইদুর রহমান জাগো নিউজকে জানান, তিন হাজার ৪১৬ ভোটারের মধ্যে দেড় ঘন্টায় ভোট দিয়েছেন ১শ জন নারী ভোটার।
অন্যদিকে পুরুষ ভোটকেন্দ্রটির প্রিজাইটিং অফিসার ইহতেশামুল হক বলেন, তার কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩১২জন। দেড় ঘন্টায় প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।নারী ভোটারদের উপস্থিতি বেশি অথচ ভোট দিয়েছেন মাত্র ১ শ জন, ধীরগতি কেন- জানতে চাইলে সাইদুর রহমান বলেন, সকালে নারীরা রান্নার কাজে ব্যস্ত থাকে, ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাপ বেশি থাকবে।

কেন্দ্রটির সার্বিক পরিস্থিতির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিবির সাব ইন্সপেক্টর জাকারিয়া মোস্তফা জাগো নিউজকে জানান, যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। এ পর্যন্ত সব ঠিক আছে। কোন সমস্যা নাই।
ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !
আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন2016-w1

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment