রাজধানীতে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজধানীতে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ বিল্লাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাজধানীতে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

পুলিশ জানিয়েছে, নিহত বিল্লাল ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শেখের জায়গা এলাকায় কয়েকজন ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার এসআই নাগেন্দ্র কুমার দাস।

তিনি জানান, ওই সময় বিল্লাল গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানান নাগেন্দ্র কুমার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment