শিশু ফাহিমের হত্যাকারীদের বিচার দাবি

শিশু ফাহিমের হত্যাকারীদের বিচার দাবি

তিন বছরের শিশু মো: ফাহিম সরদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফাহিমের বাবা মহিউদ্দিন সরদার।

শিশু ফাহিমের হত্যাকারীদের বিচার দাবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে স্ত্রী ফারজানা ও তার প্রেমিক সোহাগের ফাঁসির দাবি জানান মহিউদ্দিন।

মহিউদ্দিন সরদার বলেন, ‘আমার স্ত্রী-সন্তান কালিয়াকৈর থানার সখিপুর বাস করত। আর আমি বাহরাইনে থাকি। ওইখানে থাকা অবস্থায় খবর পাই ফাহিম নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। গত ১৪ নভেম্বর আমি দেশে চলে আসি এবং জানতে পারি ফাহিমকে হত্যা করা হয়েছে। ফাহিমকে হত্যার ঘটনায় স্ত্রী ফারজানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।’

মহিউদ্দিন বলেন, ‘আমি জানতাম না আমার স্ত্রী পরকীয়া প্রেমে মত্ত হয়েছে। সে আমার শ্বশুড় বাড়ির আত্মীয়-স্বজনের আশপাশেই খুনী সোহাগের সঙ্গে আলাদা বাসা ভাড়া করে বাস করতে শুরু করে। ওই অবস্থায় ফাহিমকে দেখাশোনার দায়িত্ব তার নানা-নানীর ওপর পড়ে। সেখান থেকে আমার ছেলেকে নিয়ে গিয়ে খুন করে আশুলিয়া ব্রিজের কাছে ফেলে দেওয়া হয়।’ সোহাগ একথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান তিনি। ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মানববন্ধনে ফাহিমের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment