সভাপতি রেজাউল, সম্পাদক সাদিক

সভাপতি রেজাউল, সম্পাদক সাদিক

সাতক্ষীরা জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি রেজাউল, সম্পাদক সাদিক
এতে রেজাউল ইসলামকে সভাপতি, সৈয়দ সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. আসিফ সাহবাজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য তিন সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ইসফাক আবির হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত মঙ্গলবার সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতা উপস্থিত হলেও কোনো কমিটি ঘোষণা না করে তারা ঢাকায় ফিরে যান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment