সিংগাইরে মাহিন্দ্র’র চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর মিমাংসার আশ্বাসে ১৩ দিনেও মামলা হয়নি

সিংগাইরে মাহিন্দ্র’র চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর মিমাংসার আশ্বাসে ১৩ দিনেও মামলা হয়নি

সিংগাইরে এএবি ইটভাটায় ব্যবহৃত মাহিন্দ্র চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশু সামিরের। নিহত সামির সদর উপজেলার বরুন্ডি গ্রামের প্রবাসী মোস্তফা মিন্টুর পুত্র।

সিংগাইরে মাহিন্দ্র’র চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর মিমাংসার আশ্বাসে ১৩ দিনেও মামলা হয়নি

মিমাংসার আশ্বাসে ১৩ দিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুরে বলধারা-সিংগাইর রাস্তার আব্দুল মাজেদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন কুদ্দুস কোম্পানির মালিকানাধীন খোলাপাড়াস্থ এএবি ইটভাটায় ব্যবহৃত মাহিন্দ্র ট্রলির চাপায় সামি গুরুতর আঘাত প্রাপ্ত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়। ২ দিন পর তার মৃত্যু ঘটে। নিহতের পরিবারটিকে  মিমাংসার আশ্বাস দিয়ে তড়িঘড়ি করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। নিহত সামির মা সুমা আক্তার বলেন, তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বাড়ি সংলগ্ন রাস্তায় মাহিন্দ্র চাপায় সন্তান গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু ঘটে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্ঘটনার সময় এলাকাবাসি মাহিন্দ্রটি আটক করলেও মিমাংসার কথা বলে চেয়ারম্যান সাহেব মাহিন্দ্রটি ছেড়ে দেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোন বিচার পাননি বলে তিনি ক্ষোভের সঙ্গে জানান। সুমার বড় বোন নার্গিস আক্তার বলেন, চিকিৎসা খরচ বাবদ হাসপাতালের কিছু বিলের টাকা দিয়েছে। চেয়ারম্যান মিমাংসার আশ্বাস দেয়ায় আমরা থানা পুলিশে যাইনি।

অভিযুক্ত এএবি ইটভাটার মালিক আব্দুল কুদ্দুস বলেন, আমার ছোট ভাইয়ের মাহিন্দ্র টলি এ দুর্ঘটনা ঘটিয়েছে। বিষয়টি মাজেদ চেয়ারম্যান মিমাংসা করে দিয়েছেন। বলধারা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খানকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। কেউ আমাকে অবগত করেনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment