ছাগলনাইয়া দুর্ধর্ষ ডাকাত মো: মহি উদ্দিন মহিন ও মো: জাহিদুর রহমান তারেক গ্রেফতার

ছাগলনাইয়া দুর্ধর্ষ ডাকাত মো: মহি উদ্দিন মহিন ও মো: জাহিদুর রহমান তারেক গ্রেফতার

যতীন্দ্র সূত্রধর (ছাগলনাইয়া প্রতিনিধি)

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের( বাংলা বাজারের দক্ষিন পাশ্বে) রবি টাওয়ারের নীচ থেকে ১২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টায় ডাকাতির প্রস্তুতিকালে ২জন ডাকাতকে আটক করেছে পুলিশ।

ছাগলনাইয়া দুর্ধর্ষ ডাকাত মো: মহি উদ্দিন মহিন ও মো: জাহিদুর রহমান তারেক গ্রেফতার
পুলিশ জানায়, এসআই সৈয়দ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল রাতে পেট্রোল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় একদল ডাকাত অস্ত্র-সস্ত্র নিয়া ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের রবি টাওয়ারের নীচে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। রাত সোয়া ৩টায় পুলিশ অভিযান শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২জন পেশাদার ডাকাত পশ্চিম পাঠানগড় গ্রামের (ওয়ারীশ মিয়াজী বাড়ির) মোঃ রবিউল হক বাচ্চু মিয়ার পুত্র মোঃ মহি উদ্দিন মহিন (৩০) ও চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পশ্চিম অলিনগর গ্রামের (বদি মাস্টার বাড়ীর) মৃত বদিউর রহমানের ছেলে মোঃ জাহিদুর রহমান তারেককে (৩৩) আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা ও ২টি লোহার রড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় পালিয়ে যাওয়া কামরুল ইসলাম (৩৯), শাখাওয়াত হোসেন বিপুল (৩৫) ও সোহরাব হোসেনের (৩২) নেতৃত্বে ১৫/১৬জন ডাকাত ওই স্থানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা হয়েছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ছালেহ অস্ত্রসহ দুই জন ডাকাতকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment