তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল্লাহ (৩৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

মঙ্গলবার দিবাগত রাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, আমাদের কাছে খবর আসে, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেন পুলিশ সদস্যরাও। এতে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ । ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুইটি চাপাতি জব্দ করা হয়। বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হওয়ার পর আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভোর সাড়ে চারটার দিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment