ছাগলনাইয়া তারেক মেমোরিয়াল হাসপাতালের নতুন নামকরনের সমঝোতা স্বারক সাক্ষর

ছাগলনাইয়া তারেক মেমোরিয়াল হাসপাতালের নতুন নামকরনের সমঝোতা স্বারক সাক্ষর

 

যতীন্দ্র সূত্রধর : ছাগলনাইয়া প্রতিনিধি :

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের এম কাশেম ট্রাস্ট কর্তক পরিচালিত তারেক মেমোরিয়াল হাসপাতালে নতুন নামকরন সমঝোতা স্বারক সাক্ষর।নতুন নামকরন করা হয় তারেক মেমোরিয়াল – ইব্রাহিম জেনারেল হাসপাতাল। উপজেলা, জেলা ও দেশের প্রন্তান্ত এলাকায় সুনাম ছড়াতে হলে উন্নত মানের সেবা নিশ্চিত করতে হবে।

ছাগলনাইয়া তারেক মেমোরিয়াল হাসপাতালের নতুন নামকরনের সমঝোতা স্বারক সাক্ষর

যাহাতে আমার উপজেলাবাসী এই হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় হাসি মুখে বিদায় নিতে পারে। ছাগলনাইয়ায় তারেক মেমোরিয়াল হাসপাতালে সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে এই সব কথা বলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ছাগলনাইয়ায় এম কাসেম ট্রাস্ট কর্তৃৃক পরিচালিত তারেক মেমোরিয়াল হাসপাতাল এখন থেকে তারেক মেমোরিয়াল-ইব্রাহিম জেনারেল হাসপাতালে নাম করণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এর সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতালের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহা-সচিব ডাঃ মোঃ সাইফ উদ্দিন। লেঃ (অবঃ) নেপাল চন্দ্র নাথ’র সঞ্চালনায় ও এম কাসেম ট্রাস্টের পরিচালক এম.এ কাসেম’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ডাঃ এ.কে. আজাদ খান, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক এর সি ই ও ডাঃ এম.এ সামাদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা বিআরডিবি’র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, এ্যাডভোকেট শহিদ উল্যাহ ও হাসপাতালের এডমিন মোশারফ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মজুমদার সবুজ, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বি, পারভেজ মজুমদারসহ প্রমুখ। এম. কাসেম ট্রাস্টের কর্ণধার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি এম.এ কাসেম তার সমাপনি বক্তব্যে বলেন, আমি আমার একমাত্র পুত্র সন্তান মঈন উদ্দিন কাসেম তারকে নিখোঁজ হওয়ার পর তারই স্মৃতি স্বরণে আমি ছাগলনাইয়া উপজেলায় জনগণকে স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসা সেবা দানের উদ্দেশ্যে এম. কাসেম ট্রাস্টের অধীনে তারেক মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করি। এ সময় তিনি আরো বলেন, অত্র এলাকা ডায়াবেটিক ও অন্যান্য জটিল রোগের রোগীদের এখন আর ঢাকা বা চট্টগ্রাম যেতে হবে না। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নিজেরাই সরাসরি তত্ত্বাবধান করবেন এ প্রতিষ্ঠানটি। আমার দৃঢ় বিশ্বাস রোগীর সেবায় এই প্রতিষ্ঠানটি প্রাইমারি সেকেন্ডারী এবঙ টার্শিয়ারী সেবার মান বর্ধিত করে খুব শিঘ্রই এলাকায় ইতিবাচক সাড়া ফেলবে। এ প্রতিষ্ঠানটিকে আরো অত্যাধুনিক করে গড়ে তুলার জন্য সমঝোতা স্বারক স্বাক্ষর করি এবং তাহা হস্তান্তরও করি। এতে করে আগামীতে এখানেই গড়ে উঠবে মেডিকেল কলেজ এবং নার্সিং ইন্সিস্টিউট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment